ডিজিটাল নিরাপত্তায় জানুয়ারি পর্যন্ত ৭০০১ মামলা

Looks like you've blocked notifications!
ছবি : সংসদ টেলিভিশন

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। একই বছরের ৮ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। এর তিন দিনের মাথায় ১১ অক্টোবর প্রথম এই আইনের অধীনে মামলা হয়। সেই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে সাত হাজার একটি। আজ সোমবার (৫ জুন) এসব তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ডিজিটাল নিরাপত্তা আইনে কত মামলা ও গ্রেপ্তার হয়েছে তা আইনমন্ত্রীর কাছে জানতে চান গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। এই প্রশ্নের জবাবেবই মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উপস্থাপন করা হয়।

আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পাসের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারাদেশে সাত হাজার একটি মামলা  হয়েছে। তবে, এই আইনে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট। প্রশ্নটি সচিবালয় নির্দেশমালা ২০১৪ এর অনুচ্ছেদ ২১৩ (২) অনুযায়ী জননিরাপত্তা বিভাগে স্থানান্তর করা হয়েছে।’

এদিকে, দেশের আদালতগুলোতে কত মামলা চলমান রয়েছে তা জানতে চান সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অধস্তন আদালতগুলোতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি। আর ফৌজদারি মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি।’