দুর্নীতির কারণেই মার্কিন ভিসা নীতি ও স্যাংশন : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর গুলশানে এক সেমিনারে বক্তব্য দেন। ছবি : বিএনপি মিডিয়া সেল

ক্ষমতাসীন সরকারের দুঃশাসন ও দুর্নীতির কারণেই যুক্তরাষ্ট্র ভিসা নীতি ও স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিষয়টি দেশের জন্য লজ্জার বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার (৫ জুন) বিকালে রাজধানীর গুলশানে এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমেরিকা আমাদের ওপর ভিসা নীতি দেয়, স্যাংশন দেয়। এটা আমাদের জন্য আনন্দের নয়, লজ্জার কথা। স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রে অন্যদেশ নিষেধাজ্ঞা দেয়। শুধুমাত্র সেই দেশের সরকারের দুঃশাসন, দুর্নীতির কারণে। তাদের দুর্বৃত্তায়নের কারণে। এটা আমেরিকা দিয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে।’

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের আশেপাশে তারা নেই। জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সমস্ত সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘দেশে যখন সামরিক শাসন আসল, যখন গণতন্ত্রকে ধ্বংস করা হলো, তখন কিন্তু একজন গৃহবধূ জাতীয়বাদের পতাকা, বাংলাদেশের পতাকা, শহীদ জিয়ার সেই আদর্শ পতাকা নিয়েই মাঠেঘাটে বেরিয়ে পড়েছিলেন। দীর্ঘ ৯ বছর লড়াই সংগ্রাম করেছিলেন। তিনি সফল হয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে এনেছিলেন।’