প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (বামে), আইনমন্ত্রী আনিসুল হক ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সরকারি অফিসে গিয়ে বৈঠক করেন তিনি। 

বৈঠকের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, ‘আমাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে। সেই বৈঠকে শ্রম আইন ও শ্রমিকদের অধিকারের বিষয়ে আলোচনা হয়েছে। পিটার হাস আইন ও শ্রম অধিকার বিষয়ে তাদের কিছু পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন। আমরা আমাদের উদ্যোগের কথা জানিয়েছি।’

বৈঠকে রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।