স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নরসিংদীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ঝুনু বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি

নরসিংদীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

আজ মঙ্গলবার (৫ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ ন ম ইলিয়াস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ঝুনু বেগম নিহত মোফাজ্জল হোসেনের স্ত্রী। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

বাদীপক্ষে আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম এর সত্যতা স্বীকার করেছেন।

আদালত সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে  শিবপুর উপজেলার খড়িয়া দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের সঙ্গে সাজাপ্রাপ্ত ঝুনু বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের ১৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

সাজাপ্রাপ্ত ঝুনু বেগম আধুরি ফ্যাক্টরিতে চাকরি করতেন। চাকরির বিষয়টা তাঁর স্বামী মোফাজ্জল পছন্দ করতেন না। এই নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই জের ধরে ২০২২ সালের ২১ জুলাই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই সময় ঝুনু বেগম শাবল দিয়ে স্বামী মোফাজ্জলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে নিহত মোফাজ্জলের ভাই আলী হোসেন বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। পরে আদালত ১০ মাস ১৪ দিনের মধ্যে ১৪ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আজ দুপুরে এই রায় দেন।

বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার হালিম আর আসামি পক্ষে আইজীবী ছিলেন আরিফুল ইসলাম।