সাতক্ষীরার কলারোয়ায় এলএসডি-হেরোইনসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় মাদকসহ গ্রেপ্তার হওয়া সাবেক ইউপি সদস্য মো. হাসানুজ্জামান। ছবি : এনটিভি

সাতক্ষীরা সীমান্তে এক কেজি হেরোইন ও চার বোতল এলএসডিসহ (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মো. হাসানুজ্জামান নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গত সোমবার (৫ জুন) দিবাগত রাতে কলারোয়ার মাদরা বিজিবি ক্যাম্প সংলগ্ন চান্দা গ্রাম থেকে হাসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুবারের ইউপি সদস্য ছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে অবৈধভাবে বিপুল মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মাদরা সীমান্তের চান্দা গ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় এক কেজি হেরোইন ও চার বোতল অপ্রচলিত মাদক এলএসডিসহ হাসানুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। আটক করার পর তাকে কলারোয়া থানায় হস্তান্তর করে বিজিবি। অভিযানে জব্দ করা মাদকের অনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

হাসানুজ্জামানের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, হাসানুজ্জামান শুধু মাদক নয়, স্বর্ণ চোরাচালান কারবারীদের সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসানুজ্জামানের বিরুদ্ধে আগে কোনো মাদক মামলা ছিল না। তিনি মাদরা ও কাকডাঙ্গার বেশ কয়েকটি ঘাট দিয়ে চোরাচালানের পণ্য এনে ব্যবসা করতেন বলে জানতে পেরেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’