বিএনপির তারুণ্যের সমাবেশের সময়সূচি পরিবর্তন

Looks like you've blocked notifications!
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : বিএনপির মিডিয়া সেল

বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পূর্বঘোষিত এই কর্মসূচির দিনে যুবলীগও কর্মসূচি ঘোষণা করে। এতে নিজেদের তারুণ্যের সমাবেশের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো।

আজ বুধবার (৭ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি। তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ছয় বিভাগ এবং বগুড়া জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল গত ২ জুন। এরপর ৪ জুন যুবলীগ একই স্থানে একই সময়ে কর্মসূচি দিয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘জিয়ার সৈনিকেরা সংঘাত চায় না বিধায় নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’ 

যুবলীগ আবার তাদের কর্মসূচি পরিবর্তন না করে শুভবুদ্ধির পরিচয় দেবে মন্তব্য করে যুবদলের সভাপতি বলেন, ‘আমরা আর কর্মসূচি পেছাব না।’

পুর্নির্ধারিত তারিখ, সময় ও স্থান :

আগামী ১৪ জুন (বুধবার) চট্টগ্রাম, ১৯ জুন (সোমবার) বগুড়া, ২৪ জুন (শনিবার) বরিশাল, ৯ জুলাই (রোববার) সিলেট, ১৭ জুলাই (সোমবার) খুলনা, ২২ জুলাই (শনিবার) ঢাকায় তারুণ্যের সমাবেশ কর্মসূচি পালন করা হবে।