ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু জনগণকে স্বাধীনতা সংগ্রামের জন্য তৈরি করেন : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : বিটিভির লাইভ থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছয় দফা আন্দোলনই ছিল মূলত এক দফার আন্দোলনের সূচনা। এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করতে থাকেন।

প্রধানমন্ত্রী আজ বুধবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছয় দফার ব্যাপারে মানুষ অভূতপূর্ব সাড়া দেন। ছয় দফার মাধ্যমে দেশের মানুষ ধাপেধাপে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হতে থাকে।’

ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান প্রতিষ্ঠার পর আমাদের এ দেশ থেকেই পাকিস্তানি শাসকরা সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ করে। আমাদের এ দেশের মানুষ শোষণ বঞ্চনার শিকার হয়। বঞ্চিত মানুষের ভাগ্য গড়ার জন্যই ছয় দফা ঘোষণা করা হয়।’