মৃত্যুহীন দিনে করোনায় কমেছে শনাক্ত

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের পুরোনো ছবি এনটিভির

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমেছে। এ সময়ে ১০৩ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১৯৭ জনের দেহে। এমনকি, গত দুদিন ধরে করোনায় মৃত্যু হলেও সবশেষ ২৪ ঘণ্টায় কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। নতুন করে সুস্থ হয়েছে আরও ৩৮ জন।

আজ বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) এক হাজার ২৫৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাও করা হয় এক হাজার ২৫৫ নমুনা। এর মধ্যে ১০৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ২১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ১৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ২০ লাখ ছয় হাজার ৪৭৫ জন। মারা গেছে ২৯ হাজার ৪৫১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।