জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না মেলায় গত সোমবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি স্থগিত করেছিল জামায়াতে ইসলামী। তবে, আগামী শনিবার ফের রাজধানীতে সমাবেশ করতে ইচ্ছুক রাজনৈতিক দলটি। তাদের সমাবেশ করতে অনুমতি দেওয়া হবে কিনা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। অনুমতির বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানান তিনি।

আজ বুধবার (৭ জুন) রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্বাধীনতা পুরস্কার-২০২৩ উদযাপন অনুষ্ঠান শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যারা রাজনীতি করেন তাদের সভা-সমাবেশ করার রাজনৈতিক অধিকার রয়েছে। তারা তাদের মতামত প্রদর্শন করবে, জানাবে, এটাই তো স্বাভাবিক। জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, এ বিষয়ে পুলিশই সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি দেখে তারা সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রী বলেন, ‘আমি যতদূর জানি, জামায়াতে ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল নয়। কাজেই এ বিষয়ে আমাদের ডিএমপি কমিশনার সিদ্ধান্ত জানাবেন। ঢাকায় সমাবেশ করতে দিলে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে কিনা, তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংলাপের কোনো বিকল্প নেই জানিয়ে মন্ত্রী বলেন,  ‘গণতন্ত্রের স্বার্থেই সবার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে হবে। সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। দেশে আওয়ামী লীগ একটি জনপ্রিয় রাজনৈতিকদল। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।’