বিএনপিনেতা মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটি। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। 

আজ বুধবার (৭ জুন) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল ঘুরে ফকিরাপুল হয়ে ফের বিএনপি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সালাম বলেন, ‘গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাদের কারাবন্দি করা হচ্ছে। মামলায় জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হচ্ছে। বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও তাকে রাতের আঁধারে বাসা থেকে আটক করা হয়েছে। পরে মজনু জামিন পেলেও জেলগেট থেকে আবারও আটক করা হয়।’

সালাম বলেন, ‘আর কতজনকে আটক করবেন। জেলেতো আর জায়গায় নিচ্ছে না। আপনারাতো (সরকার) আজ গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন। আর জাতি এই বন্দিদশা থেকে মুক্তি চায়।’

বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, নগর বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম, লতিফূল্লা জাফরু, আকবর হোসেন নান্টু, কমিশনার মীর হোসেন মীরু, জুম্মন মিয়া, আবদুল আজিজ, এম এ হান্নান, সাইফূল্লা খালিদ রাজন, নাদিয়া পাঠান পাপন প্রমুখ উপস্থিত ছিলেন।