স্কুলছাত্রীকে ইভটিজিং করায় কলেজছাত্রসহ গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে স্কুলছাত্রীর পথ আটকিয়ে ইভটিজিং করার অপরাধে এই ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

গোপালগঞ্জে স্কুলছাত্রীর পথ আটকিয়ে ইভটিজিং করার অপরাধে কলেজছাত্রসহ দুই যুবককে  গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৭ জুন) সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন একই উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মো. ইয়াসিন মোল্লা (১৮) ও কলেজছাত্র মো. আরিফুজ্জামান মোল্লা (২০)।

আরিফুজ্জামান মোল্লা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলার অভিযোগে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুলছাত্রী স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে পাইককান্দি মোল্লাবাড়ীর সামনে পৌঁছালে তার পথরোধ করে হাত ধরে টানাহেচড়া করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আরিফুজ্জামান ও মো. ইয়াসিন।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আরিফুজ্জামান ও মো. ইয়াসিনকে আটক করে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে থানায় ওই জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’