ডেঙ্গুতে আজও দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
রাজধানী ঢাকার একটি হাসপাতালে ২০১৯ সালের ৮ আগস্ট ডেঙ্গুরোগীদের সেবা দেওয়া হচ্ছে। ছবি : এএফপি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৪ জন। আজ বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিনও ডেঙ্গুতে দুজন মারা যায়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১২২ জন ঢাকা ও ১২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে সর্বমোট ৫০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৭ জন এবং ঢাকার বাইরে ৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ৮৫৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৭৩৫ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরে ৬৬২ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে।