রাজধানীতে মানবপাচারকারী চক্রের দুজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
রাজধানীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার মানবপাচারকারী চক্রের দুজন। ছবি : র‍্যাব

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা আক্তার হোসেন খন্দকার শানু (৪৩) ও তার অন্যতম সহযোগী তাকবীর হোসেন সবুজকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গতকাল বুধবার (৭ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমানিয়া পাঠানোর কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা আক্তার হোসেন খন্দকার শানু  ও তার প্রধান সহযোগী তাকবির হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকার পরও তারা উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ রোমানিয়া পাঠানোর কথা বলে শতাধিক বেকার যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।

এ ছাড়া তারা ভুক্তভোগীদের রোমানিয়ায় পাঠিয়ে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে তাদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য আরও অর্থ দাবি করত। এভাবে তারা মানুষকে সর্বশান্ত করে চলেছিল।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।