আজও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১১

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সেবাদানের পুরোনো ছবি ফোকাস বাংলার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ জন। আজ শুক্রবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন ঢাকা ও দুজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে সর্বমোট ৫১০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৯ জন এবং ঢাকার বাইরে ৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ৮৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১২৮ জন এবং ঢাকার বাইরে ৭৩৭ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৩৩৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৬৭২ জন এবং ঢাকার বাইরে ৬৬২ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে পরপর দুদিনের অর্থাৎ, গত বুধবার ও বৃহস্পতিবারের বিজ্ঞপ্তি থেকে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। আজ শুক্রবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় বেশিরভাগ হাসপাতাল ডেঙ্গুর রিপোর্ট প্রদান করেনি। আগামীকালের রিপোর্টে ওই তথ্য সমন্বয় করা হবে।