শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

Looks like you've blocked notifications!

পঞ্চগড়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৯ জুন) রাতে সদর উপজেলার সাড়ে নয়মাইল এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৪) এবং একই গ্রামের জোনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, শেখ ফরিদ তার ভাতিজা শরিফুল ইসলামের মোটরসাইকেল যোগে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সদর উপজেলার সাড়ে নয়মাইল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন শেখ ফরিদ ও শরিফুল ইসলাম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ‘নিহত শেখ ফরিদ ও শরিফুল ইসলাম সম্পর্কে চাচা-ভাতিজা। মোটরসাইকেলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।’

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা রাতে নিহত দুজনের মরদহে উদ্ধার করি। ভারী কোনো বাহনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।’