রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে চুরির যন্ত্রাংশসহ আটক ৪

Looks like you've blocked notifications!
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে চুরির যন্ত্রাংশসহ আটক চার যুবক। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে চুরির যন্ত্রাংশসহ চার যুবককে আটক করেছে প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। চুরির ঘটনায় শুক্রবার (৯ জুন) রাতে ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদার নিকিম কোম্পানিতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের বরমপুর গ্রামের শিপন প্রামানিকের ছেলে তানিক ইসলাম (১৮), একই গ্রামের মৃত সেন্টু প্রামানিকের ছেলে মো. রায়হান প্রামানিক (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (২৮)। এদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চুরির বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে মামলার প্রস্তুতি নেয়।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) পারভেজ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় শুক্রবার ভোরে চার ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছে চোরাই মালামাল পাওয়া যায়। পরে তারা নিকিম কোম্পানির কর্মকর্তাদের খবর দেয়। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধি এসে উদ্ধার যন্ত্রাংশ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হয়। পরে কোম্পানির সিকিউরিটি অফিসার ড্যানিস তেরোখভ বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। সন্ধ্যায় রূপপুর পুলিশ ফাঁড়ি ওই মামলায় ধৃত চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ধৃত চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করা হয়েছে।