কাপাসিয়ায় আ.লীগনেতার মাছের পুকুরে বিষ

Looks like you've blocked notifications!
গাজীপুরের কাপাসিয়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন। ছবি : এনটিভি

গাজীপুরের কাপাসিয়ায় এক আওয়ামী লীগ নেতার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ওই মাছ চাষির দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল শুক্রবার (৯ জুন) সদরের ৪ নম্বর ওয়ার্ডের পাবুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নয়ন সরকার সদর থানার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

নয়ন সরকার ও স্থানীয়রা জানান, প্রায় একযুগ ধরে বাড়ির পাশের পৈত্রিক পুকুরে মাছের চাষ করে আসছেন নয়ন সরকার। শুক্রবার ভোররাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। দুপুরের দিকে সব মাছ মরে ভেসে ওঠে।

ভুক্তভোগী মাছ চাষি নয়ন সরকার বলেন, ‘দুপুরের দিকে আমার পুকুরের সব মাছ ভেসে ওঠে। বিষের তেজষ্ক্রিয়তায় বাইন মাছ পর্যন্ত মারা গেছে। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল রাতে থানায় অভিযোগ করেছি।’

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) তপন চন্দ্র বাকালী বলেন, ‘আজ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’