আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কারাগারে ৪২

Looks like you've blocked notifications!

হত্যা মামলায় জামিন না পেয়ে হাতকড়া পরা অবস্থায় আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কারাগারে গেলেন ৪২ জন। এসময় তাদের সমর্থকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। কারাগারে প্রেরিত ৪২ জন রংপুরের কাউনিয়া উপজেলার খানসামাহাটের আওয়ামী লীগকর্মী সোনা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এর মধ্যে কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামও রয়েছেন।

গত ২৪ এপ্রিল খানসামাহাটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির একটি অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওই দিন সন্ধ্যায় সোনা মিয়া নামের একজন আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। সোনা মিয়ার ছেলে আক্তারুজ্জামান কাউনিয়া থানায় ৭৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক কিছু দিন ধরে কারাগারে আটক রয়েছেন।

এ মামলার ৪২ জন আসামি আজ রোববার (১১ জুন) দুপুরে জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করলে রংপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালত কক্ষ থেকে বের হয়েই হাতকড়া পড়া অবস্থায় পুলিশ পাহারায় নানান স্লোগান দিতে থাকেন তারা। এসময় আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। বাইরে অপেক্ষমান আসামিদের সমর্থক-স্বজনরাও বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কড়া পুলিশি পাহারায় তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, এটি একটি আলোচিত হত্যাকাণ্ড। এতদিন আসামিরা পলাতক ছিলেন। আজ তারা আদালতে আত্মসমর্পণ করতে এলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আসামিরা আদালতে স্লোগান ও হট্টগোল করার চেষ্টা করলে পুলিশের তৎপরতায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।