রড চুরির অভিযোগে আ.লীগনেতা কারাগারে

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ি আমলি আদালত থেকে প্রিজনভ্যানে তোলা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঠিকাদার উত্তম কুমার দেবকে। ছবি : এনটিভি

খাগড়াছড়ির পানছড়িতে রড চুরির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঠিকাদার উত্তম কুমার দেবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১১ জুন) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে তিনটি সরকারি পরিত্যক্ত ব্রিজ-কালভার্ট ভেঙে এই রড চুরির অভিযোগ ওঠে।

ঠিকাদার উত্তম কুমার দেব আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত মার্চ মাসের প্রথম সপ্তাহে জেলার পানছড়ি উপজেলায় পরিত্যক্ত তিনটি সরকারি ব্রিজ ও কালভার্ট ভেঙে রড চুরি হয়। ওই ঘটনায় পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ছাড়া খাগড়াছড়ি আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে মিস মামলা করেন।

ওই মামলায় পুলিশের হাতে আটক অটোরিকশাচালক নাজমুলসহ তিন জনের ১৬৪ ধারায় জবানবন্দির পরিপ্রেক্ষিতে ঠিকাদার উত্তম দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের আগাম জামিন নেন। আজ দুপুরে তিনি খাগড়াছড়ি আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

খাগড়াছড়ি আদালত পুলিশের সাহকারী উপপরিদর্শক (এএসআই, জিআরও) মীর হোসেন জানান, ‘আদালত উত্তম দেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে বিস্তারিত জানি না।’

উত্তম দেবের আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছেন, এজহারে উত্তম দেবের নাম ছিল না। কিন্তু হয়রানি এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।