ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি, বাসস থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরের মতো এবারও উপহার হিসেবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আম পাঠিয়েছেন। এছাড়া তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীসহ ভারতের অন্যান্য বিশিষ্টজনদের জন্যও আম পাঠান।

বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছাস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী অতীতে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন। এ বছর উপহারের ঝুড়িতে হিমসাগর ও ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম আছে। সেগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চল থেকে সরাসরি সংগ্রহ করা হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে এ উপহার পৌঁছে দেয়।

গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার হিসেবে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক হাজার কেজি আম্রপালি আম এবং ২০২১ সালে তাদের জন্য দুই হাজার কেজি হারিভাঙ্গা আম পাঠিয়েছিলেন।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সব মুখ্যমন্ত্রীকে এই মৌসুমী সুস্বাদু ফল আম পাঠিয়েছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শসনামলে উভয় দেশের মধ্যে সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।