সাংবাদিক নাদিম হত্যার নির্দেশদাতা সেই চেয়ারম্যান আটক

Looks like you've blocked notifications!
ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি : এনটিভি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর ত্রিস্তাপারা গ্রামের মমতাজ ও মিস্টারের বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজনকে আটক করেছে র‌্যাব ঢাকা ও নীলফামারী। আজ শনিবার (১৭ জুন) ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে তাদের আটক করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ও চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, র‌্যাব আটকের পর তাদের রংপুরে নিয়ে গেছে। 

রংপুর বা ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তি করা হবে বলে র‍্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে। পঞ্চগড়ের এই সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (১৬ জুন) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুলের সই করা এক বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, কেন তাকে (ইউপি চেয়ারম্যান) স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা সাময়িক অব্যাহতিপত্র পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জবাব দিতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলার পর তাঁর মৃত্যুর জন্য উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু জড়িত থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেইসঙ্গে দল থেকেও তাকে সাময়িক বহিষ্কার করা হয়।