সরকার অনেক ঋণগ্রস্ত : জি এম কাদের

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : এনটিভি

‘বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে। বাংলাদেশ সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। যে বিশ্ব ব্যাংক সরকারের কাছে খারাপ ছিল, তাদের দ্বারস্থ হচ্ছে সরকার। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে।’ বলে মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আজ রোববার (১৮ জুন) দুপুর আড়াইটায় মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে জাতীয় পার্টির এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশ শ্মশানে পরিণত হয়েছে। মেঘা প্রকল্প দেওয়া হচ্ছে চুরির জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযোদ্ধের বিরুদ্ধে ছিল না। স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিল। বর্তমান মুক্তিযোদ্ধার তালিকায় অনেকেই যুদ্ধ করেননি এমন মানুষের নাম রয়েছে।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব  মো. জানে আলম হাওলাদারের সঞ্চালনায় ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, জেলা জাতীয় পার্টির নেতা মো. এ এফ এম আরিফউজ্জামান দিদার, মো. হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, মো. আওলাদ হোসেন, মো. জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমুখ।