দেশে খাদ্যের অভাব নেই, দুর্ভিক্ষ হবে না : খাদ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : এনটিভি

‘দেশবাসী নিশ্চিন্তে থাকতে পারেন, এবার বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই, তাই দুর্ভিক্ষ হবে না—এটা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি’ বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে চলমান বোরো সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এবার বিদেশে থেকে কোনো খাদ্য আমদানি করতে হবে না। দেশবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে, এবার বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই, তাই দুর্ভিক্ষ হবে না—এটা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি। তার পরও স্বল্প আয় ও নিম্নবিত্ত এক কোটি মানুষের জন্য টিসিবির মাথ্যমে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘কোনো কোম্পানি যেন মজুদ করে রেখে বাজারে সমস্যা ও আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেজন্য মজুদবিরোধী কঠোর সরকারি আইন করা হচ্ছে। তা ছাড়া বিপণন ব্যবস্থায় অপচয় রোধ করতে এবং দুবারের বেশি চাল ছাটাই না করতে পারে সেজন্যও সরকারি আইন করা হচ্ছে।’

কৃষককে তাঁর ন্যায্যমূল্য না দিলে একসময় উৎপাদন বন্ধ হয়ে দেশব্যাপী হাহাকার সৃষ্টি হতে পারে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘তাই কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির দিকেও সরকার সচেতন রয়েছে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে ধান কেনা সহজ করতে কৃষকদের জন্য অ্যাপস চালু করে দিয়েছি। অ্যাপসে নিবন্ধন করা হলে সরকারি লোকেরা কৃষকের বাড়ি গিয়ে ধান পরীক্ষা করে কেনার প্রক্রিয়া শুরু করবে।’ 

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মসদ আব্দুস সাত্তার প্রমুখ।