ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুন) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান। এ ছাড়া  ব্যাংক কর্মকর্তাদের নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।

প্রত্যেকটি গরুর হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন সরবরাহ, বন্ধের সময় প্রত্যেকটি ব্যাংকে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা রাখা, বন্ধের সময় যে সব নিরাপত্তাকর্মী ও ব্যাংকের কর্মকর্তা দায়িত্বে থাকবেন তাদের নাম, পদবি ও মোবাইল ফোন নম্বর ই-মেইলের মাধ্যমে অবহিত করতে হবে।

প্রত্যেক ব্যাংকে ভোল্টের আশপাশে কোনো বাসাবাড়ি, মার্কেট, হোটেল, ছাত্র/ব্যাচেলর মেস বা কোনো ঝুঁকিপূর্ণ স্থাপনা আছে কি না, তা আগেই শনাক্ত করে জানাতে হবে।

প্রত্যেক ব্যাংকে স্থাপিত সিসি টিভি ও এর ডিভিআর সঠিক আছে কি না তা নিশ্চিৎ করতে হবে এবং ডিভিআরে ন্যূনতম ১৫ দিনের ব্যাকআপ রাখতে হবে।

এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯/Hello Sp (০১৩২০-১০৫০৯৯) নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সাহেব আলী পাঠান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌বি),  মো. লুৎফর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. লুৎফুল হক প্রমুখ।