যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আরও ওষুধ আমদানির আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

Looks like you've blocked notifications!
ছবি : ইউএনবি থেকে নেওয়া

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের ওষুধশিল্প সর্বাধুনিক কারিগরি প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদন করছে এবং বিশ্বের অনেক দেশে প্রতিযোগিতামূলক দামে ওষুধ রপ্তানি করছে। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ নিতে আহ্বান জানান তিনি।

গতকাল মঙ্গলবার (২০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের প্রেসিডেন্ট ও সিইও মার্ক এমালফার্বের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডায়াডিকের প্রেসিডেন্ট মার্ক এমালফার্ব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে অবহিত করেন।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যাধিক উৎপাদন ব্যয়ের কারণে ওষুধের মূল্য অনেক বেশি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওইসব দেশের বড় বড় কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে তুলনামূলক সুবিধা গ্রহণ করতে পারে।’

বৈঠকে ড. মোমেন ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সঙ্গে ডায়াডিকের মতো বিশ্বখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সহযোগিতার উদ্যোগের জন্য মার্ক এমালফার্বকে ধন্যবাদ জানান।