তত্ত্ববাধায়ক সরকার ব্যবস্থা বিএনপিই বিতর্কিত করেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বিএনপিই বিতর্কিত করেছে। বিএনপিনেত্রীই একসময় বলতেন—‘দেশে পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ নেই।’ এখন তারাই আবার এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। উচ্চ আদালতের রায়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করা হয়েছে। বিএনপি মূলত তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।”
প্রধানমন্ত্রী আজ বুধবার (২১ জুন) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, তারা কি আবারও সেই ২০০৭ সালের মতো দেশে একটি ধরপাকড় পরিস্থিতি চায়? দেশে শান্তি ও শৃঙ্খলা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা দেশকে এগিয়ে নিতেই কাজ করছি।’
সরকারপ্রধান বলেন, ‘দেশের মানুষ এখন পেট পুরে ভাত খাচ্ছে। এখানে বিএনপির সমস্যাটা কোথায়? আমি তো বুঝতে পারছি না।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান উপস্থিত ছিলেন।