কক্সবাজারের জেলা ও দায়রা জজকে হাইকোর্টে তলব

Looks like you've blocked notifications!
ফাইল ছবি এনটিভির

আসামিদেরকে আইনের বিধান না মেনে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা করতে কক্সবাজার জেলা ও দায়রা জজকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৭ জুলাই সশরীরে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

আজ বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল এর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

মামলার তথ্য থেকে জানা যায়, দ্রুত বিচার আইনের ধারা ৪ এবং ৫ এর অধীনে দায়েরকৃত একটি মামলায় ৯ জন আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে এলে হাইকোর্ট তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। সে মতে গত ২১ মে আসামিরা কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

মামলার কোন সার্টিফাইড কপি ছাড়াই একই দিনে কোনরূপ আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ।

উক্ত মামলার তথ্যদাতার পক্ষে আসামিদের জামিন চ্যালেঞ্জ করে করা ক্রিমিনাল রিভিশনের শুনানি শেষে জেলা ও দায়রা জজ কোন আইনে, কীভাবে জামিন দিয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন, তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট এসএম আমজাদুল হক ও অ্যাডভোকেট তাহসিন মুক্তার নিশান।