রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডায এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বাড্ডার আফতাবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন– রবিউল ইসলাম (৩০), সুমন হোসেন (৩২) ও কামাল হোসেন (৩০)। আহত ব্যক্তির নাম মো. সাইদ হাসান (২৫)।
মো. বাচ্চু মিয়া আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টায় রবিউল ইসলাম ও সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন কামালের মৃত্যু হয়। মৃতদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
নিহত রবিউলের বড় ভাই তৌফিজ শেখ জানান, আফতাবনগরে একটি নির্মাণাধীন সাততলা ভবনের চার তলার বাইরের অংশে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখান থেকে ওই মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে সহকর্মীদের সহায়তায় তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।