সাংবাদিক নাদিম হত্যা : দুজনের স্বীকারোক্তি, ছয়জন কারাগারে

Looks like you've blocked notifications!
জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : এনটিভি

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় চার দিনের রিমান্ড শেষে ছয় আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে মনিরুজ্জামান মনির (৩৫) ও রেজাউল ইসলাম (২৬) নামে দুজন ১৬৪ ধারায় জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদের আদালতে জবানবন্দি দেন।

গতকাল বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ ওই ছয় আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জবানবন্দি নেওয়ার সময় তারা সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী বলেন, ‘চার দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো আসামিরা হলেন—বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মো. মিলন (২৫), নামাপাড়া এলাকার মো. তোফাজ্জল (৪০), একই এলাকার মো. আইনাল হক (৫৫), কামালেরবার্তী গ্রামের রেজাউল করিম (২৬) ও একই এলাকার মনিরুজ্জামান মনির (৩৫)।’

এর আগে গত বুধবার (২১ জুন) তিন দিনের রিমান্ড শেষে আরও ছয় আসামিকে জেলহাজতে পাঠিয়েছিলেন আদালত। এ পর্যন্ত ১৩ আসামির মধ্যে রিমান্ড শেষে ১২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে আনা হতে পারে।