শনিবার থেকে চলবে ক্যাটেল স্পেশাল ট্রেন

Looks like you've blocked notifications!
ক্যাটেল স্পেশাল ট্রেনে করে আনা গরুর পুরোনো ছবি এনটিভির

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শনিবার (২৪ জুন) থেকে চলবে  ক্যাটেল স্পেশাল ট্রেন। কম খরচে কোরবানির পশু পরিবহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে এই স্পেশাল ট্রেন। বিশেষ এই ট্রেনের কার্যক্রম চলবে আগামী সোমবার পর্যন্ত। ট্রেনটি বিকেল ৪টায় রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এ বিষয়ে বিভাগীয় রেলওয়ের (পাকশী) ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় বারের মতো এবারও ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত রহনপুর রেল স্টেশন থেকে ঢাকা রুটে একজোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হবে। ট্রেনটি বিকেল ৪টায় রহনপুর স্টেশন থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাবে। পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনসহ আরও ছয়টি স্টেশনে কোরবানির পশু নিয়ে ঢাকার তেজগাঁও পৌঁছাবে রাত ১১টায়।’

শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে পণ্যবাহী তিনটি ওয়াগন জুড়ে দিয়ে ঢাকায় কোরবানির পশু পরিবহণ করা হবে। প্রতি ওয়াগনে ২০টি গরু পরিবহণ করা যাবে এবং প্রতি ওয়াগনের ভাড়া হবে ১১ হাজার ৮৩০ টাকা। ক্যাটেল স্পেশাল ট্রেনে প্রতিটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।