চাচা মেয়র মা‌নে আমিই মেয়র : সা‌দিক আব্দুল্লাহ

Looks like you've blocked notifications!

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সা‌দিক আব্দুল্লাহ ব‌লে‌ছেন, ‘আমার চাচা মেয়র মা‌নে আমিই মেয়র। যেটা ভো‌টে প্রমাণিত হ‌য়ে‌ছে। ১২৬ কে‌ন্দ্রের ম‌ধ্যে ১২৫‌টি‌তে জয় লাভ ক‌রে‌ছেন আমার চাচা। বিভাজন করার কো‌নো সু‌যোগ নেই। যারা দখলবাজ তারা সব সময় ছি‌ল, তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।’

আজ শুক্রবার (২৩ জুন) বরিশালে  আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও শহীদ আব্দুর রব সের‌নিয়াবা‌তের প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন মেয়র।

আজ সকাল ১০টায় নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।  

আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। 

সাংবা‌দিক‌দের সা‌দিক আব্দুল্লাহ আরও ব‌লেন, ‘ব‌রিশাল আওয়ামী লী‌গের ম‌ধ্যে কোনো বিভাজন নেই, আওয়ামী লীগ সব সময় একতাবদ্ধ। শা‌ন্তির নগরী ব‌রিশাল, শা‌ন্তি‌তে রাখার চেষ্টা কর‌ব আমা‌দের সাধ‌্যানুযায়ী। আমরা সহাবস্থান রে‌খেই চল‌ব। রাজনী‌তি‌তে শেষ বল‌তে কো‌নো কথা নেই।’ 

সা‌দিক আব্দুল্লাহ আরও ব‌লেন, ‘জবর দখল কি‌সের লক্ষণ, সেটা আপনারা ভা‌লো ক‌রে বো‌ঝেন। কিছু লোকজন তো আছে যারা সু‌বিধার জন‌্য আওয়ামী লী‌গে আসে, আবার সু‌বিধা নেওয়া শেষ হ‌লে তারা চ‌লে যা‌বে। দল ক্ষমতায় না থাক‌লে এদের খুঁ‌জে পাওয়া যা‌বে না।

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।