পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

Looks like you've blocked notifications!
পদ্মা সেতু টোল প্লাজা। ছবি : এনটিভি

ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের মানুষ বাড়ি ফিরছেন পদ্মা সেতু দিয়ে। এতে বেড়েছে সেতুর টোল আদায়। আজ মঙ্গলবার (২৭ জুন) পদ্মা সেতু সাইট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘সোমবার (২৬ জুন) রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে তিন কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোট ৩১ হাজার ২৯৮ গাড়ি পারাপার হয়েছে।’

মো. আমিরুল হায়দার চৌধুরী আরও জানান, মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ৭২৭টি যানবাহন পারাপার হয়েছে। এখানে টোল আদায় হয়েছে এক কোটি ৯৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১১ হাজার ৫৭১ টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৫৫০ টাকা।

আমিরুল হায়দার চৌধুরী আরও জানান, পদ্মা সেতুতে যান চলাচলের পর থেকে এ পর্যন্ত ৫৭ লাখ ২৮ হাজার ৬৫১টি গাড়ি পারাপার হয়েছে। সর্বমোট টোল আদায় করা হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ৫৫০ টাকা।