পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ টোল আদায়

Looks like you've blocked notifications!
পদ্মা সেতু টোল প্লাজা। ছবি : এনটিভি

স্বপ্ন জয়ের পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড গড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় এ সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। গত সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ পরিমাণ টোল আদায় হয়েছে। 

আজ বুধবার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

আমিরুল ইসলাম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত হয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে ওই পরিমাণ টোল আদায় করা হয়েছে। এরমধ্যে মাওয়াপ্রান্তে দুই কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা ও জাজিরাপ্রান্তে এক কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। এর আগে সর্বোচ্চ চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা এবং তিন কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল আদায় হয়েছিল স্বপ্নের পদ্মা সেতুতে।

আমিরুল ইসলাম আরও জানান, পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এ পর্যন্ত ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন পারাপার হয়েছে।