চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

Looks like you've blocked notifications!
হিলি সীমান্তে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি

হিলি ও আশপাশের সীমান্ত দিয়ে ভারতে পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন থেকে আগামী ১৫ দিন এই নজরদারি বহাল থাকবে। এছাড়া টহল জোরদারসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানায় বিজিবি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, ‘চামড়া আমাদের দেশের সম্পদ। বাংলাদেশের চেয়ে ভারতে পশুর চামড়ার দাম তুলনামূলক বেশি। এ কারণে ভারতে চামড়া পাচারের আশঙ্কা থাকে। কোরবানি পশুর চামড়া যাতে কোনোভাবেই ভারতে পাচার হতে না পারে, সেজন্য জয়পুরহাট ২০ বিজিবির নিয়ন্ত্রণাধীন ৪১ কিলোমিটারের মধ্যে জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি সীমান্তের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও অরক্ষিত এলাকাসহ সীমান্তজুড়ে বিশেষ সর্তকতা নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে কোরবানি পশুর চামড়া জমায়েত হওয়ার স্থানগুলোতে সাদা পোশাকে নিজস্ব গোয়ন্দো সদস্যরা নজরদারি করবে।’

কর্নেল মো. রফিকুল ইসলাম আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে এবার সীমান্ত দিয়ে দেশে একটিও ভারতীয় গরু আসতে দেওয়া হয়নি। এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিজিবির কঠোর ভূমিকার কারণে এটি সম্ভব হয়েছে। ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রতিটি বিওপি ক্যাম্পে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি ও পর্যবেক্ষণ করার জন্য, যেন দিনে বা রাতে কোনোভাবেই কোরবানির পশুর চামড়া ভারতে পাচার না হয়। সেজন্য বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।’