সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে। ছবি : এনটিভি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে থাকা ময়ূর-৭ নামের লঞ্চটিতে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চাঁদপুর রুটের ওই লঞ্চটিতে আগুন লাগে। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ নামক লঞ্চটি সদরঘাটের লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। লঞ্চটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে এক এক করে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৮ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট ১৩ ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এনটিভি অনলাইনকে  বলেন, ‘লঞ্চটি সকাল থেকে ঘাটে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটিতে যাত্রী না থাকলেও লঞ্চের স্টাফরা ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ পুলিশও কাজ করে।’

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ লঞ্চে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। আজ শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।