ঈদের পর অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি পিক্সাবে থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহার চারদিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে।

মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল আজহা গত বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে।

এর আগে ঈদের ছুটি একদিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছুটি ছিল। পরের দিন ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। তাই এবারের ঈদুল আজহার ছুটি ছিল পাঁচ দিন।

রোববার ব্যাংক, বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের পর প্রথম কর্মদিবস।

এবার দেশের ৯ হাজার ৯১৫টি শিল্প-কারখানার মধ্যে ৭১টি কারখানার শ্রমিকরা ঈদুল আজহায় ছুটি পাননি। এরমধ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বেপজা ও জুট মিলের অন্তর্গত কারখানার সংখ্যা ১২টি এবং ছোট কারখানার সংখ্যা ৫৯টি বলে শিল্প পুলিশ ইউনিট নিশ্চিত করেছে।