নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন, বিএনপির উদ্দেশে হানিফ

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ রোববার কুষ্টিয়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেছেন, ‘যে আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনোই সফল হবে না। আর নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে কোনো পথ খুঁজে লাভ হবে না। ফাঁকা বুলি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাছাই করুন।’

আজ রোববার (২ জুলাই) দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত কুষ্টিয়ার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের হানিফ এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি এখন বলছে, জামায়াতের সাথে তাদের সম্পর্ক নেই- এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। বিএনপি জামায়াত একে অপরের পরিপূরক। আজ জনগণের রোষানলে পড়ার ভয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক নেই বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’

হানিফ আরও বলেন, ‘বিএনপির সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। দেশে গণতন্ত্র ছিল না। আর আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূল করেছে।’