হিলিতে অভিযানে কাঁচামরিচ বিক্রেতাকে জরিমানা, কমল দাম

Looks like you've blocked notifications!
বাংলাহিলি কাঁচাবাজারে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কাঁচাবাজারে অভিযান চালিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে বিক্রি, ক্রয়মূল্য রশিদ ও মূল্য তালিকা না থাকার অভিযোগে পাঁচ কাঁচামরিচ বিক্রেতাকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (২ জুলাই) বিকেলে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন এই অভিযান পরিচালনা করেন। 

বিচারক মোকলেদা খাতুন জানান, বেশ কয়েকদিন ধরে হিলিসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচ বেশি দামে বিক্রি হচ্ছে। সেই বিষয়টি তদারকি করতেই আজ বাংলাহিলি কাঁচাবাজারে অভিযান চালানো হয়েছে। এসময় ব্যবসায়ীরা কি দামে কাঁচামরিচ কিনেছেন এবং তার কোন ক্রয়মূল্য রশিদ আছে কি না দেখতে চাওয়া হয়। কিন্তু বিক্রেতারা দেখাতে পারেননি। সেই সাথে কতটাকা লাভ ধরে বিক্রি মূল্য নির্ধারণ করেছেন তারও কোন তথ্য তাদের কাছে নেই। এছাড়া দোকানগুলোতে মূল্য তালিকাও টাঙানো হয়নি। এমন অপরাধে কাঁচাবাজারের ৫ কাঁচামরিচ বিক্রেতাকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোকলেদা খাতুন আরও জানান, মূলত তাদেরকে সতর্ক করতেই আজকের এই অভিযান চালানো হয়েছে। এরপরেও যদি কেউ বাড়তি মূল্যে কাঁচামরিচ বিক্রি করেন, তাহলে তার বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনে যেসব বিষয়গুলো রয়েছে সেটি গ্রহণ করা হবে।

এদিকে গতকাল ও আজ বিকেলের আগ পর্যন্ত বাংলাহিলি বাজারে ৩৮০-৪০০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছিল। বিকেলে ভ্রাম্যমাণ আদালত কয়েকজন কাঁচামরিচ বিক্রেতাকে জরিমানা করেন। এই খবর বাজারে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে কেজিতে ৩০-৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৪০-৩৬০ টাকায়।