মোংলায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Looks like you've blocked notifications!
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

দেশের দর্শকনন্দিত ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে। এনটিভির এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, ওসি মো. সামসুউদ্দীন, মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। পরে ক্লাব চত্বর থেকে বের হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এনটিভির ভূয়সী প্রসংশা করে বক্তরা বলেন, শুরু থেকেই সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রেখে আসছে এনটিভি। ফলে সকলের কাছে বিশ্বস্ততা ও জনপ্রিয়তা অর্জন করেছে চ্যানেলটি। সংবাদ ছাড়াও অনুষ্ঠান, সমসাময়িক বিভিন্ন অনুষ্ঠানের মান বজায় রাখার প্রশংসা করেন বক্তারা। তারা ‘সময়ের সাথে আগামী পথে’ স্লোগানটি তুলে ধরে ভবিষ্যতে এনটিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন।