নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুজন নিহত

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় ময়মনসিংহগামী সিএনজি নেত্রকোনাগামী মহুয়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি ড্রাইভার একরামুল মিয়া (৪০) এবং অজ্ঞাতনামা এক নারীকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ হাওলাদার ঘটনার সততা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও দুর্ঘটনাকবলিত সিএনজিটি হেফাজতে নিয়েছে। তবে চালক পালিয়ে গেছে।