কংস নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিনজন

Looks like you've blocked notifications!
কংস নদীতে নৌকা ডুবে যাওয়ার পর আরেকটি নৌকা দিয়ে মানুষদের উদ্ধার করা হচ্ছে। ছবি : এনটিভি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কংস নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামধলা বাজার ফেরিঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ রয়েছেন তিনজন। স্থানীয়দের সহায়তায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান, পূর্বধলা উপজেলার জামধলা বাজার এবং দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরিঘাটে কংস নদী দিয়ে দুই উপজেলার লোকজনের নিয়মিত যাতায়াত আছে। আজ জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন ছিল। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরিঘাট থেকে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিনচালিত নৌকাটি রওয়ানা হয়। কংস নদীর মাঝখানে পৌঁছানো মাত্রই এটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ যাত্রীকে উদ্ধার করা হয়। নিখোঁজ হয় তিনজন।

খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দল আনা হয়েছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের কাজ চলমান রয়েছে।

বিষয়টি নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।’