মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ, দুই ভাগ্নে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নড়াইলের লোহাগড়া উপজেলায় মামাকে পিটিয়ে হত্যার অভিযোগে এই দুই ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ (ইনসেটে নিহত মামা সিরাজুল ইসলাম)। ছবি : এনটিভি

নড়াইলে ভাগ্নের রডের আঘাতে মামা মো. সিরাজুল ইসলাম মোল্যা (৫৫) হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে এই ঘটনা ঘটে। এই অভিযোগে  দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সিরাজুলের ভাগ্নে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালাতে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও লোহাগড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নিহত সিরাজুল ইসলামের ভাগ্নে মো. শান্ত শেখ (২২) ও মো. সবুজ শেখ (৩০)। তাঁরা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।

পুলিশ জানায়, সিরাজুল ইসলামের সঙ্গে কলহের জেরে ঘটনার রাতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সিরাজুলের বাড়ির পাশে দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকে। ভিকটিম কর্মস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসামিরা তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর জখম হন। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত মো. সিরাজুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘সিরাজুল হত্যার ঘটনায় পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালাতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত ৩ জুলাই (সোমবার) রাতে লোহাগড়া উপজেলার রায়গ্রাম এলাকার সিরাজুল ইসলাম (৫৫) তার ভাগ্নে শান্তর রডের আঘাতে আহন হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গতকাল বুধবার ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা করেন।