যশোরে বাসচাপায় নিহতদের পাঁচজন একই পরিবারের

Looks like you've blocked notifications!
যশোরে আজ শুক্রবার সড়ক দুর্ঘটনা হয়। ছবি : এনটিভি

যশোর সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের পাঁচজনই একই পরিবার। আছে দুই জমজ শিশুও। তাদের একজন বাদে সবার পরিচয় মিলেছে।  

আজ শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লেবুতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইমরান হোসেন (২৭), দুই বোন রাহিমা বেগম (৭০) ও মাহিমা বেগম, মাহিমা বেগমের মেয়ে খাদিজা বেগম (৬), জমজ ভাই হাসান ও হোসেন (৬)। অপর একজনের পরিচয় এখনও পাওয়া যয়নি।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জমজ শিশুদের মা সোনিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে খুলনায় পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানায়, মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেবুতলা বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইকের ওপর উল্টে পড়ে। এতে চালকসহ ইজিবাইকের আট যাত্রী বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যায় তিনজন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে আরও চারজনের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘লেবুতলা বাজারের স্পিডব্রেকারের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, ‘ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল, তা পুলিশ তদন্ত করে দেখছে।’

যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শুভেন্দু কুমার জানান, দুর্ঘটনার পর যশোর-মাগুরা মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পুলিশের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়।