ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিরাজ মিয়া (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ জুলাই) দুপুর আড়াইটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সিরাজ মিয়াকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাগর বলেন, ‘কেন্দ্রীয় কারাগারে তিনি কয়েদি হিসেবে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তাকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ দুপুরে সিরাজ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সাগর বলেন, ‘কেন্দ্রীয় কারাগারে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। তবে, কোন মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছি না।’

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।’