ডিসির কার্যালয় ভাঙা নাসির তিন দিনের রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার নাসির উদ্দীন। ছবি : এনটিভি

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার নাসির উদ্দীনের (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ আজ রোববার সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে পাঠিয়ে তাঁর সাত দিনের রিমান্ড  আবেদন করে। পরে শুনানি শেষে বিকেল ৪টার দিকে নাসিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক এস রমেশ কুমার ডাগা।

কোর্টের পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ ইসলাম জানান, নাসির উদ্দীনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সেই মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গতকাল শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দ্বিতীয় তলার ১৮টি কক্ষে ও অদম্য মুজিব কর্নারের সব গ্লাস ও দরজায় ভাঙচুর চালান নাসির। এ সময় তিনি ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ বলে চিল্লাতে থাকেন এবং দেশের সব বন্দি আলেম-উলামাদের মুক্তি চেয়ে স্লোগান দেয়। রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত বেলচা দিয়ে তিনি এসব ভাঙচুর চালান। এ সময় তাঁকে থামতে গিয়ে সদর থানার এসআই মামুনুর রশিদ গুরুতর এবং নৈশপ্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হন।

গ্রেপ্তার হওয়া নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।