ট্রাকভর্তি চোরাই চালসহ ড্রাইভার আটক

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় চালসহ উদ্ধার হওয়া ট্রাক। ছবি : এনটিভি

নেত্রকোনা থেকে উধাও হয়ে যাওয়া ট্রাকভর্তি চালসহ গোলাম মোস্তফা নামে এক ট্রাক ড্রাইভারকে  গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে নিজ কার্যালয়ের হল রুমে জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ ট্রাক ও চোরাই চাল উদ্ধার করা হয়েছে।’   

ট্রাক ড্রাইভার গোলাম মোস্তফা (৩৮) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গুড়কা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ‘গত ২৫ জুন নেত্রকোনার বারহাট্টা উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ নেত্রকোনা মডেল থানাধীন ঠাকুরাকোণা বাজারের ধান মহাল থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ আলম অটো রাইস মিলের উদ্দেশে ২৩০ বস্তা ধানসহ ট্রাক পাঠান। যার ওজন ৪৩১ মন ১০ কেজি। আনুমানিক মূল্য পাঁচ লাখ পাঁচ হাজার একশত সাইত্রিশ টাকা। কিন্তু পরবর্তীতে যথাসময়ে ধানবোঝাই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছানোয় তিনি নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার এসআই ফরিদ আহম্মেদ, এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ট্রাক ড্রাইভার গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আসামির দেওয়া তথ্যমতে রোববার (৯ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ট্রাকটি রঙ পরিবর্তন করতে থাকাবস্থায় জব্দ করা হয়। আশুলিয়া মডেল থানা পুলিশের সহায়তায় ভান্ডারী অটো রাইস মিলে অভিযান চালিয়ে চোরাই হওয়া ধান থেকে রূপান্তরিত ২৫ কেজির ২৮৭ বস্তা চাল এবং ৫০ বস্তার ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয়।’

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানায় শনিবার (৮ জুলাই) একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক।