নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল : ইন্দিরা

Looks like you've blocked notifications!
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণের স্কুটার ও চেক বিতরণ করেন। ছবি : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জয়িতা ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে ঋণের স্কুটার ও চেক হস্তান্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী পাঁচ নারীর হাতে সাত লাখ ৪৫ হাজার টাকার ঋণের আওতায় পাঁচটি টিভিএস স্কুটারের চাবি তুলে দেন। এ ছাড়া ৭৫ নারী উদ্যোক্তাকে মোট ১১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে ইন্দিরা বলেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। স্কুটার বিতরণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের জন্য রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড। আজকে যারা এ ঋণ পাচ্ছেন, আশা করি তারা ভালোভাবে এ অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করবেন। দক্ষতার সঙ্গে নিজেদের ব্যবসা পরিচালনার মধ্যমে নিজে ও অন্য নারীদের স্বাবলম্ভী হওয়ার পথ দেখাবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গণপরিবহনে নারীদের চলাচল করতে গিয়ে নানারকম ঝামেলা মোকাবিলা করতে হয়। যার প্রভাব পড়ে তাদের কাজে। তাই নারীদের নিরাপত্তায় ১০০ বাসে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্যই এমনটি করা হয়েছে।’