মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির বিশেষ কন্ট্রোল রুম

Looks like you've blocked notifications!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লোগো

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম মনিটরিংয়ের জন্য বিশেষ কন্ট্রেল রুমের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছেন।  

আজ বুধবার (১২ জুলাই) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডা. ফজলে শামসুল কবির বলেন, ‘বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের সব কার্যক্রম নগর ভবন থেকে লাইভ মনিটরিং করা হবে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রে (শীতলক্ষ্যা হলে) বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হবে। কন্ট্রোল রুমের কার্যক্রম শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সব অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তাদের পাঠানো হয়েছে।’

ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘বিগত বছরের মতো এবারও ডিএসসিসির মেয়র (শেখ ফজলে নূর তাপস) নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ড, অঞ্চলের মাঠ পর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম লাইভ মনিটরিং করবেন। সে কারণে কন্ট্রোল রুমের লাইভ মনিটরিং কার্যক্রমে প্রতিটি ওয়ার্ড, অঞ্চল থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।’