ফরিদপুরে পাঁচ ডাকাত আটক, মালামাল উদ্ধার

Looks like you've blocked notifications!
ফরিদপুর সদরের বাখুণ্ডা বাজারে ডাকাতির ঘটনায় এই ৫ ব্যক্তিকে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

ফরিদপুরের বাখুণ্ডা বাজারের কয়েকটি দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) দিনগত রাতে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের আনোয়ার হোসেন, মুন্সীগঞ্জের মো. এমারত শেখ, কুড়িগ্রামের সাইদুল সরকার, শরীয়তপুরের মো. শহীদ ওরফে আবুল, ঢাকার দোহারের উজ্জ্বল দাস।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শাহজাহান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৭ মে মধ্যরাতে কোতোয়ালি থানার বাখুণ্ডা বাজারে চারটি দলে বিভক্ত হয়ে ২০ থেকে ২৫ জনের ডাকাতদল প্রবেশ করে। পরে তারা পাঁচ নৈশপ্রহরী ও এক দোকানমালিককে হাত-পা বেঁধে রেখে দুই ঘণ্টাব্যাপী স্বর্ণের দোকানসহ ছয়টি দোকানে ডাকাতি করে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ, রূপার অলংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার পর থেকেই পুলিশ ডাকাতি করে নেওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ডাকাতদের আটক করতে শুরু করে। এ পর্যন্তই এ ঘটনায় ১৫ ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল দিনগত রাতে পাঁচজনকে ডাকাতির মালামালসহ দেশের বিভিন্ন স্থান থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তারা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা রয়েছে বলেও দাবি করেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, মো. আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আটক ব্যক্তিদের আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।