পুলিশের ধাওয়ায় পণ্ড সড়ক অবরোধ, স্বাভাবিক যান চলাচল

Looks like you've blocked notifications!
রাজধানীর গুলশান শপিং সেন্টার ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিবাদে গুলশান-১ নম্বরের সড়ক অবরোধ করে আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর গুলশান শপিং সেন্টার ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিবাদে গুলশান-১ নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এতে সৃষ্টি হয় যানজট। পরে অনুরোধ না শুনলে পুলিশ ধাওয়া দেয় ব্যবসায়ীদের। আর এতে পুনরায় যান চলাচল শুরু হয়।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে পুলিশের গুলশান জোনের সরকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম এ তথ্য জানান।

আব্দুল্লাহ আল মাসুমের দাবি, এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেন। দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। এতে যানজট তৈরি হয়। শতশত গাড়ি রাস্তায় আটকে থাকে। পরে পুলিশ অনুরোধ করে ব্যবসায়ীদের সড়ক ছেড়ে দিতে। কিন্তু, সে অনুরোধ তারা রাখেননি। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ধাওয়া দিলে ব্যবসায়ীরা সরে যান। আর এতে স্বাভাবিক হতে শুরু করে সড়কের যানজট। 

সড়ক অবরোধকারী ব্যবসায়ীদের দাবি, কোনো ধরনের সময় না দিয়ে শপিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। গুলশান শপিং সেন্টারের দোকান মালিক সমিতির চক্রান্তের শিকার ব্যবসায়ীরা। সেইসঙ্গে ঘটনাস্থলে দ্রুত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রকে এসে তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানান ব্যবসায়ীরা। সে সময় ‘মার্কেটের তালা খুলতে  হবে, মেয়র সাহেবকে আসতে হবে’, আন্দোলনকারীদের মুখে এমন স্লোগানও শোনা যায়।

উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, মার্কেট থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা এ বিষয়টিতে কর্ণপাত করেনি। আজ সিলগালা করে দেওয়া হয়েছে।